ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

এসপির সঙ্গে মতবিনিময়ে কৃষকদের দৃষ্টান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ২৭ আগস্ট ২০১৮

পাবনায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম’র সঙ্গে মতবিনিময় করতে গিয়ে নিজেদের ক্ষেতে উৎপাদিত বিভিন্ন শাক-সবজি ও ফলমূল নিয়ে ঈশ্বরদীর সফল ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষকরা দেখা করেছেন।  

সোমবার দুপুরে পুলিশ সুপারের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছা. শামীমা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির ও সহকারী পুলিশ সুপার সালমা আলম। 

এসময় কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজ, বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি ঈশ্বরদী উপজেলা সভাপতি আবুল হাসেম, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক জাহিদুল ইসলাম গাজর জাহিদ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি স্বর্ণ পদকপ্রাপ্ত কৃষক বেলী বেগম, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক আশরাফ আলী খান ডুবুরি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক আলহাজ রবিউল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত পণ্য হাট-বাজারে বিক্রি করতে গেলে খাজনার নামে ইজারাদারের লোকেরা কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন শতকরা দশ টাকা। এক দিনের একটি বাচ্চাসহ একটি গরু বিক্রি করলেও খাজনা দিতে হয় এক হাজার টাকা।

এদিকে কৃষি পণ্য বিক্রির পর কৃষকের কাছ থেকে খাজনা নেওয়া সরকারের পক্ষ থেকে নিষেধ থাকলেও ইজারাদারের লোকেরা তাদের ইচ্ছে মতো অধিকমাত্রায় খাজনা আদায় করে যাচ্ছে। এ সমস্যা সমাধান করতে পারলে কৃষকরা মুক্তি পাবে বলেও জানান বক্তারা।

এমএইচ/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি